You are currently viewing বাংলাদেশের সীমা কত ?

বাংলাদেশের সীমা কত ?

উত্তরঃপশ্চিমে ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গ; উত্তরে ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয়; পূর্বে ভারতীয় রাজ্য আসাম, ত্রিপুরা ও মিজোরাম এবং সেই সাথে মায়ানমার এবং দক্ষিণে বঙ্গোপসাগর। বাংলাদেশের সর্বমোট সীমারেখা ৫,১৩৮ কিলোমিটার। মোট সীমারেখার মধ্যে ভারতের সঙ্গে ৪১৫৬ কিলোমিটার; মায়ানমারের সাথে ২৭১ কিলোমিটার এবং সাগর অংশে ৭১১ কিলোমিটার। ভূখণ্ডগত সমুদ্রসীমা ১২ নটিক্যাল মাইল (২২.২২ কিমি) এবং অর্থনৈতিক সমুদ্রসীমা উপকূল থেকে ২০০ নটিক্যাল মাইল (৩৭০.৪০ কিমি) পর্যন্ত বিস্তৃত। প্রচলিত তথ্য মতে, বাংলাদেশের সর্বমোট সীমারেখা ৪৭১৯ কিলোমিটার। ভারতের সাথে মোট সীমারেখা ৪১৪৪ কিলোমিটার এবং মায়ানমারের সাথে ২৮৩ কিলোমিটার।

Leave a Reply