Answer: State language ‘Bangla’; About 99.50 percent of the people speak Bengali. English is the second most important language.

Answer: State language ‘Bangla’; About 99.50 percent of the people speak Bengali. English is the second most important language.
Answer: Dhaka (Chittagong is called the commercial capital.)
Answer: People’s Republic of Bangladesh. (The People’s Republic of Bangladesh) in accordance with Article One of the English version of the Constitution.
উত্তরঃবাংলাদেশ গ্রীনিচ থেকে পূর্ব দিকে অবস্থিত। ২০°৩৪ উত্তর অক্ষাংশ থেকে ২৬°৩৮ উত্তর অক্ষাংশ এবং ৮৮°০১ পূর্ব দ্রাঘিমাংশ থেকে ৯২°৪১ পূর্ব দ্রাঘিমাংশ পর্যন্ত বিস্তৃত। পূর্ব-পশ্চিমে সর্বোচ্চ বিস্তৃতি ৪৪০ কিলোমিটার এবং উত্তর-পূর্ব পশ্চিম থেকে দক্ষিণ-দক্ষিণপূর্ব প্রান্ত পর্যন্ত সর্বোচ্চ বিস্তৃতি ৭৬০ কিলোমিটার।
উত্তরঃ২টি (ভারত ও মায়ানমার)।
উত্তরঃপশ্চিমে ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গ; উত্তরে ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয়; পূর্বে ভারতীয় রাজ্য আসাম, ত্রিপুরা ও মিজোরাম এবং সেই সাথে মায়ানমার এবং দক্ষিণে বঙ্গোপসাগর। বাংলাদেশের সর্বমোট সীমারেখা ৫,১৩৮ কিলোমিটার। মোট সীমারেখার মধ্যে ভারতের সঙ্গে ৪১৫৬ কিলোমিটার; মায়ানমারের সাথে ২৭১ কিলোমিটার এবং সাগর অংশে ৭১১ কিলোমিটার। ভূখণ্ডগত সমুদ্রসীমা ১২ নটিক্যাল মাইল (২২.২২ কিমি) এবং অর্থনৈতিক সমুদ্রসীমা উপকূল থেকে ২০০ নটিক্যাল মাইল (৩৭০.৪০ কিমি) পর্যন্ত বিস্তৃত। প্রচলিত তথ্য মতে, বাংলাদেশের সর্বমোট সীমারেখা ৪৭১৯ কিলোমিটার। ভারতের সাথে মোট সীমারেখা ৪১৪৪ কিলোমিটার এবং মায়ানমারের সাথে ২৮৩ কিলোমিটার।
উত্তরঃ১,৪৭,৫৭০ বর্গ কি. মি. বা ৫৬,৯৭৬ বর্গমাইল।
রাষ্ট্রীয় ভাষা ‘বাংলা’; প্রায় ৯৯.৫০ শতাংশ মানুষ বাংলা ভাষায় কথা বলে। ইংরেজি দ্বিতীয় গুরুত্বপূর্ণ ভাষা।
উত্তরঃঢাকা (বাণিজ্যিক রাজধানী বলা হয় চট্টগ্রামকে।)
উত্তরঃগণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। (The People’s Republic of Bangladesh) সংবিধানের ইংরেজি ভার্সনের অনুচ্ছেদ এক অনুযায়ী।
উত্তর :— রাশিয়া।
উত্তর :পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার সীমারেখা।
উত্তর :— চীন ও ভারত।
উত্তর :— হেলভেসিয়া।
উত্তর :— জার্মানি।