Category Archives: BCS

বাংলাদেশের ভৌগোলিক অবস্থান

উত্তরঃবাংলাদেশ গ্রীনিচ থেকে পূর্ব দিকে অবস্থিত। ২০°৩৪ উত্তর অক্ষাংশ থেকে ২৬°৩৮ উত্তর অক্ষাংশ এবং ৮৮°০১ পূর্ব দ্রাঘিমাংশ থেকে ৯২°৪১ পূর্ব দ্রাঘিমাংশ পর্যন্ত বিস্তৃত। পূর্ব-পশ্চিমে সর্বোচ্চ বিস্তৃতি ৪৪০ কিলোমিটার এবং উত্তর-পূর্ব পশ্চিম থেকে দক্ষিণ-দক্ষিণপূর্ব প্রান্ত পর্যন্ত সর্বোচ্চ বিস্তৃতি ৭৬০ কিলোমিটার।

বাংলাদেশের সীমা কত ?

উত্তরঃপশ্চিমে ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গ; উত্তরে ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয়; পূর্বে ভারতীয় রাজ্য আসাম, ত্রিপুরা ও মিজোরাম এবং সেই সাথে মায়ানমার এবং দক্ষিণে বঙ্গোপসাগর। বাংলাদেশের সর্বমোট সীমারেখা ৫,১৩৮ কিলোমিটার। মোট সীমারেখার মধ্যে ভারতের সঙ্গে ৪১৫৬ কিলোমিটার; মায়ানমারের সাথে ২৭১ কিলোমিটার এবং সাগর অংশে ৭১১ কিলোমিটার। ভূখণ্ডগত সমুদ্রসীমা ১২ নটিক্যাল মাইল (২২.২২ কিমি) এবং অর্থনৈতিক সমুদ্রসীমা উপকূল থেকে ২০০ নটিক্যাল মাইল (৩৭০.৪০ কিমি) পর্যন্ত বিস্তৃত। প্রচলিত তথ্য মতে, বাংলাদেশের সর্বমোট সীমারেখা ৪৭১৯ কিলোমিটার। ভারতের সাথে মোট সীমারেখা ৪১৪৪ কিলোমিটার এবং মায়ানমারের সাথে ২৮৩ কিলোমিটার।

বাংলাদেশের ভাষা কি ?

রাষ্ট্রীয় ভাষা ‘বাংলা’; প্রায় ৯৯.৫০ শতাংশ মানুষ বাংলা ভাষায় কথা বলে। ইংরেজি দ্বিতীয় গুরুত্বপূর্ণ ভাষা।

বাংলাদেশের সরকারি নাম কি ?

উত্তরঃগণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। (The People’s Republic of Bangladesh) সংবিধানের ইংরেজি ভার্সনের অনুচ্ছেদ এক অনুযায়ী।